বলিউড ইন্ডাস্ট্রিতে কঙ্গনা রানাউত বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত। কারণে অকারণে নানা বিষয়ে তার মন্তব্য তাকে সর্বদা লাইম লাইটে রাখে। সম্প্রতি আবারো বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্র পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে মিডিয়ার চর্চায় অভিনেত্রী। একটি ভিডিওর বেশ কিছু অংশ শেয়ার করেই নিজের মন্তব্য জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিওর একটি অংশ শেয়ার করে অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, তার আসল নাম আসলাম। তিনি নিজের দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিবাহ করার জন্য নিজের ধর্ম ও নাম পাল্টে ফেলেছিলেন। এর সূত্র ধরেই অভিনেত্রী বলেছেন, সকলের কাছ থেকে তার আসল নাম কিংবা পরিচয় লুকিয়ে রাখা কখনোই উচিৎ নয়। আর সেই কথার রেশ টেনেই আপাতত লাইম লাইটে উঠে এসেছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। তবে ওই ভিডিওটি আরো একটি অংশ শেয়ার করা হয়েছে, যাতে মহেশ ভাটকে তার আসল নাম বলতে শোনা গিয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মকে নিয়ে তার ব্যক্তিগত অনুভূতিও প্রকাশ করতেও দেখা গিয়েছিল সেই ভিডিওতে।
২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত ছবি ‘গ্যাংস্টার’ দিয়েই অভিনেত্রী হিসেবে বলিউডে ডেভিউ হয়েছিল তার। ছবিতে ইমরান হাসমির বিপরীতে দেখা গিয়েছিল তাকে। তবে এরপর থেকে একাধিকবার মহেশ ভাটের বিরুদ্ধে একাধিক বেফাঁস মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন কঙ্গনা রানাউত। ২০২০ সালে অভিনেত্রী তার সাথে মারপিটের অভিযোগ এনেছিলেন পরিচালকের বিরুদ্ধে। কারণ সেইসময় পরিচালক ও অভিনেত্রী পূজা ভাট অর্থাৎ মেয়ের তৈরি করা ছবি বাতিল করে দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাদী’ মুক্তির পূর্বে মহেশ ভাট ও আলিয়া ভাটের বিরুদ্ধে তুমুল কটাক্ষজনক মন্তব্য করে চর্চায় ছিলেন তিনি।
Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)