নিউজরাজ্য

Weather Update: আজও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও কি হবে এমনই ভারী বৃষ্টি?

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে হবে ভারী বৃষ্টি

Advertisement

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নীল আকাশের বুকে পেঁজা তুলোর ঘনঘটা মনে করিয়ে দিচ্ছে উমার আগমনের সময়কে। কিন্তু এরমধ্যেও চলতি সপ্তাহের শুরু থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কাল থেকে গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ কমলেও, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

তবে হাওয়া অফিস এও জানিয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই অক্ষরেখা তৈরি হলে পুজোর আগে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ইত্যাদি জেলায়। আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী চার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কিছু পরিবর্তন হবে না।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘে ঢেকে রয়েছে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে শহরের কোথাও কোথাও হঠাৎ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যদিওবা বৃষ্টি না হয়, আদ্রতার আধিকে ভ্যাপসা গরম অনুভূত হবে। কাল গোটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

Related Articles

Back to top button