দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ বৃষ্টির জন্য খেলা ভেস্তে গিয়েছিল ধর্মশালায়। দ্বিতীয় টি২০ মোহালিতে সাত উইকেটে জিতে নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিং কোহলি।
দক্ষিন আফ্রিকা ব্যাট করে ভারতের সামনে ১৫০ রানের টার্গেট রাখে । এক ওভার বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাটের ভারত। সব যেন প্রত্যাশিতই ছিল।
প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করলেও শেষটা ডুবিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। ভারতের তরুণ পেসাররা দুর্দান্ত বোলিং করেছে এটা মানতেই হবে। হেনড্রিকস সস্তায় পেভিলিয়নে ফিরলেও ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে গেছে ক্যাপ্টেন ডি কক।
এছাড়া টি২০ তে অভিষেক করতে আসা টেম্বা বাভূমাও ৪৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে ১৯ ওভারে জয় আদায় করে মেন ইন ব্লু।
ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে বিরাট কোহলি। ৪ ওভার বল করে এদিন ২ উইকেট নেয় দীপক চাহার। ডি ভিলিয়ার্স, ডুপ্লেসিদের অনুপস্থিতিতে দলে যে অভিজ্ঞতার খামতি রয়েছে তা প্রমাণিত হয়ে গেলো দ্বিতীয় টি-২০তেই।