আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা ও কাশফুলের বন জানান দিচ্ছে দুর্গোৎসব আগমনের। চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গা পুজো নিয়ে প্রত্যেক বাঙালির মনেই রয়েছে উৎসাহ। তবে এই পুজো মরশুমে সুরাপ্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ। রাজ্যে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে মদের দাম। পুজোর আগে মদের দাম বাড়তে দেখে যথেষ্ট চিন্তিত সুরাপ্রেমীরা।
রাজ্য সরকারের আবগারি দপ্তর সূত্রে খবর দেশি ও বিদেশী দুই ধরনের মদের দামই বাড়ছে। জানা গিয়েছে, দেশী মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। অন্যদিকে বিদেশি মদের দাম বাড়তে পারে প্রায় ৭-১০ শতাংশ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। পুজোর মুহূর্তে সরকারের এমন সিদ্ধান্তে যে খুশি নন সুরাপ্রেমীরা, তা আলাদাভাবে বলার দরকার নেই। পুজোর সময় এমনিতেই মদের চাহিদা বেশি থাকে। এবার বর্ধিত মূল্যে কিনতে হবে সমস্ত দেশি ও বিদেশি মদ।
ইতিমধ্যেই নবান্ন জেলায় জেলায় বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে কোন মদের দাম কত টাকা করে বৃদ্ধি পেতে পারে। জানা গিয়েছে, দেশী মদের ৬০০ মিলির নতুন দাম ১৫৫ টাকা হবে। অন্যদিকে ৩৭৫ মিলির দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ মিলির দাম ৮৫ টাকা। ১৮০ মিলির দাম ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বেড়েছে দেশি মদের ক্ষেত্রে। অন্যদিকে বিদেশি মদের দাম এখনও স্পষ্ট জানা যায়নি।