রাজ্যনিউজ

আর কিছুক্ষণের মধ্যেই ১০ জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা

বাংলায় বিভিন্ন জায়গায় আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে

Advertisement

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের কারণে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে স্থলের দিকে। আগামী ৪৮ ঘন্টায় এটি আরো বেশি শক্তিশালী হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল হয়ে এই নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর কারণে অন্ধ্র, ওড়িশা, ও বাংলা উপকূলে ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বাংলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার দুপুরে মেঘে ঢেকে যায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ। হঠাৎ বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। দুপুর বাড়তেই বৃষ্টি নামার ফলে স্বস্তি মেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের। তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী।

দুই মেদিনীপুর , দুই চব্বিশ পরগনা, ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অন্যদিকে, ১০ জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, এবং পূর্ব বর্ধমান। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে ধারণা করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।

Related Articles

Back to top button