এশিয়া কাপের মেগা আসরে ভারত ইতিমধ্যেই নিজেদের চলার পর্ব গুটিয়ে দেশে ফিরেছে। শূন্য হাতে ফিরলেও চলমানরত এশিয়া কাপে বিরাট কোহলির রানে প্রত্যাবর্তন ভারতের সবচেয়ে বড় পাওয়া বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ঠিক তেমনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে একাধিক ভারতীয় ক্রিকেটারের ব্যর্থতা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর সেই তালিকায় উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করছে ঋষভ পন্থের নাম। ব্যাট হাতে এশিয়া কাপে চরম ব্যর্থতার পর ঋষভ পন্থের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। আর সেই সমালোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার নাম।
Urvashi Rautela posted a video of herself and Naseem Shah on her Instagram story😂😂 pic.twitter.com/yH87gzEvH6
— Fatimah (@zkii25) September 6, 2022
বিগত দিনের মতোই বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এশিয়া কাপের প্রায় প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন উর্বশী। তিনি স্টেডিয়ামে থাকাকালীন ঋষভ পন্থের ব্যর্থ হওয়ার কারণ হিসেবে তাকে দায়ী করছেন নেট প্রেমীরা। তবে, এখন তিনি তার ইনস্টাগ্রাম ভিডিওর কারণে আবারও লাইমলাইটে এসেছেন। আসলে ভাইরাল হওয়ার পেছনে তার একজন অনুগামীর দ্বারা তৈরি একটি ইনস্টাগ্রাম রিল ছিল।
সম্প্রতি উর্বশীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি রিল শেয়ার করা হয়েছিল। যে ভিডিওতে পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহকে দেখানো হয়েছে। শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছিল রোমান্টিক মিউজিক। উর্বশীর ইনস্টাগ্রামে এমন রিল শেয়ার হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তদের নিশানায় পড়েছেন এই বলিউড অভিনেত্রী। তিনি। এর কারণ অবশ্য আর কিছুই নয়, বরং ভারতীয় ক্রিকেট ভক্তরা পাকিস্তানি ক্রিকেটারের সাথে তার ভিডিও শেয়ার করা মোটেও পছন্দ করেননি।
Chad Naseem Shah asks, Urvashi? Who? pic.twitter.com/iSa2Efzo9d
— عادل مغل 🇵🇸 (@MogalAadil) September 10, 2022
তবে এদিন পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপ ২০২২ এর ফাইনালের আগে পাক ক্রিকেটার নাসিমকে পুরো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি বলেন, এই সমস্ত ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি আরও বলেন যে, উর্বশী রাউতেলা কে? তাও জানেন না তিনি। আর এ ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। আমি শুধু আমার ম্যাচে মনোযোগ দিচ্ছি। সাধারণত লোকেরা আমাকে ভিডিওটি পাঠালেও এটি সম্পর্কে আমি কিছুই জানিনা। শুধু এটাই বলতে পারি, যারা ক্রিকেট দেখতে আসে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি তাদের সম্মান করি।