Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর আগে খারাপ খবর ভারতের গ্রাহকদের জন্য, বড় সিদ্ধান্ত নিয়ে সুদের হার বৃদ্ধি করল ভারতের দুই সরকারি ব্যাংক

Updated :  Sunday, September 11, 2022 10:35 PM

এবারে গ্রাহকদের বড়সড় ধাক্কা দিতে চলেছে দেশের দুটি সরকারি ব্যাংক। মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ট লেন্ডিং রেট অর্থাৎ MCLR বৃদ্ধি করল ভারতের দুটি বড় সরকারি ব্যাংক অফ বরোদা এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। দুটি ব্যাংক তাদের এমসিএলআর ০.১০ শতাংশ করে বৃদ্ধি করেছে। এর ফলে গ্রাহকদের কাছে বেশিরভাগ ঋণ আরো মহার্ঘ হতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর সরাসরি প্রভাব পড়বে গাড়ি গৃহ এবং ব্যক্তির ঋণের উপরে।

ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নতুন সুদের হার ১০ সেপ্টেম্বর থেকে লাগু হতে শুরু করেছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে এক মাসের জন্য এই এমসিএলআর রেট রাখা হয়েছে ৭.১৫ শতাংশ। অন্যদিকে তিন এবং ছয় মাসের জন্য এই রেট রাখা হয়েছে ৭.৭০ শতাংশ। পাশাপাশি যদি আপনি এক বছরের ঋণ গ্রহণ করেন তাহলে এই রেট ৭.৬৫ থেকে বেড়ে হয়েছে ৭.৭৫ শতাংশ।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা নিজের MCLR রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদা এক বছরের MCLR ৭.৭০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.৮০ শতাংশ করে দিয়েছে। রেগুলেটারি ফাইলিং এর সময় ব্যাংক এই তথ্য জানিয়েছে। অর্থাৎ এবার থেকে যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ঋণ গ্রহণ করেন তাহলে ছয় মাসের ঋণে MCLR ৭.৫৫ শতাংশ থেকে বেড়ে হবে ৭.৬৫ শতাংশ। তিন মাসের জন্য ঋণ গ্রহণ করলে MCLR হবে ৭.৪৫ থেকে বেড়ে ৭.৫০ শতাংশ। আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকরী হবে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে।