বাংলা সিরিয়ালবিনোদন

Sudipa Chatteejee: বদল হচ্ছে রান্নাঘরের সঞ্চালিকা, তুমুল বিতর্কের পর মুখ খুললেন সুদীপা

Advertisement

সুইগির ডেলিভারি বয়দের সম্পর্কে বেফাঁস মন্তব্য করার জন্যই বেশ কয়েক সপ্তাহ ধরে চর্চিত হচ্ছেন রান্নাঘরের রানী সুদীপা চ্যাটার্জী। এমনকি বহু মানুষের কটাক্ষজনক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাকে। তার বেফাঁস মন্তব্যের জন্য কম কথা শুনতে হয়নি তাকে। তবে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তার এই কাণ্ডের জন্য জি বাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, রান্নাঘরের সঞ্চারিকা বদলানোর। সুদীপা চ্যাটার্জীকে রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে আর নাও দেখা যেতে পারে! সম্প্রতি সেই প্রসঙ্গেই এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি।

বেশ কয়েকদিন আগে সুইগির এক ডেলিভারি বয় সুদীপা চ্যাটার্জীকে ফোন করে খাবার নেওয়ার জন্য দরজা খুলে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই ব্যাপারটি তার ভালো না লাগায় তিনি সেই নিয়ে একটি লম্বা পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ করেছিলেন তার বিরক্তি। আর তারপর থেকেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় তারকা থেকে সাধারণ মহলের সকলের মাঝে। সকলেই প্রায় তার বিরুদ্ধে আওয়াজ ওঠান। এমনকি জি বাংলার জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ বয়কটের ডাক দেন অনেকেই। এই ঘটনার পর অনেকে আবার সুদীপা চ্যাটার্জীকে সঞ্চালিকা হিসেবে দেখতেও চাননি।

আর এই সমস্ত ঘটনার মাঝেই হঠাৎ করে শোনা যায় বদল হতে পারে রান্নাঘরের সঞ্চালিকা। এমনকি এই খবরও শোনা গিয়েছিল, এবার থেকে নাকি রান্নাঘরের সঞ্চালিকার জায়গায় সুদীপা চ্যাটার্জীর বদলে দেখা মিলবে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের অর্থাৎ অপরাজিতা আঢ্যের। তবে সম্প্রতি এই প্রসঙ্গেই ‘টলিউড ফোকাস কলকাতা’র কাছে মুখ খুলতে দেখা গিয়েছে সুদীপাকে। এই প্রসঙ্গে তার কথা অনুযায়ী, চতুর্থী পর্যন্ত যে সমস্ত এপিসোড সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়, তার শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন তিনি।

পাশাপাশি এও জানিয়েছেন, রান্না ঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী আর থাকছেন না, এ খবর ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে গেলেও জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে তাকে এই প্রসঙ্গে কোন কিছুই জানানো হয়নি। এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা নেই তার। এরপরে তিনি আরও বলেছেন, তিনি নিজের পোস্টে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন। তাদের ডেলিভারি বয়দের নিয়ে কোন অপমানজনক মন্তব্য করেননি তিনি। পাশাপাশি আরো বলেছেন, অনেকসময় কোন পরিচিত ব্যক্তিত্বের বাড়িতে খাবার কিংবা অন্যকিছু ডেলিভারি করার ব্যাপার থাকলে তারা খুব ছোট ছোট কারণে ফোন করে থাকেন, যা কিছুটা হলেও বিরক্তিকর। নিজের পোস্টের জন্য সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষমা চাওয়ার পরেও যখন বিতর্ক থামেনি, তখনই তিনি মিডিয়ার সামনে নিজের বক্তব্য পরিষ্কারভাবে জানালেন সকলকে।

Related Articles

Back to top button