আগামী ১৬ই অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা আসরের দিকে লক্ষ্য এখন ক্রিকেট ভক্তদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দলের তালিকায় রয়েছে টীম ইন্ডিয়া। আর সেই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। যদিও এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু বিশ্বকাপে ভারতের পারফরমেন্স প্রশংসা জনক হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আজ ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা। তবে বিশ্বকাপের আসরে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন জসপ্রীত বুমরাহ এবং হার্সেল প্যাটেল। সোমবার সন্ধ্যায় নির্বাচক মন্ডলীদের টেবিল বৈঠকের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড ঘোষণা হতেই ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে যে, কাদের বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নিন, বিশ্বকাপে ভারতের প্রতিদ্বন্দ্বীদের শক্তিশালী তালিকা-
১. ১৭ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া (ওয়ার্ম আফ ম্যাচ সকাল ৯টা ৩০মিঃ)
২. ১৯ অক্টোবর – ভারত বনাম নিউ জিল্যান্ড (ওয়ার্ম আফ ম্যাচ বেলা ১টা ৩০মিঃ)
৩. ২৩ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান (বেলা ১টা ৩০মিঃ)
৪. ২৭ অক্টোবর – ভারত বনাম A2 (বেলা ১২টা ৩০মিঃ)
৫. ৩০ অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৪টা ৩০মিঃ)
৬. ২ নভেম্বর – ভারত বনাম বাংলাদেশ (বেলা ১টা ৩০মিঃ)
৭. ৬ নভেম্বর – ভারত বনাম B1 (বেলা ১টা ৩০মিঃ)
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল এবং আর্শদীপ সিং।
স্ট্যান্ড বাই: মোহাম্মদ সামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণুই এবং দীপক চাহার।