নিউজরাজ্য

Today Weather: রাতভর বৃষ্টিতে জলে থৈ থৈ শহরে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে

Advertisement

মাস শেষ হলেই শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। ভালো বিকিকিনির আশায় বুক বাঁধছেন সমস্ত ধরনের ব্যবসায়ীরা। তবে পুজোর কিছুদিন আগে কেনাকাটাতে বাদ সেধেছে নিম্নচাপের জেরে বৃষ্টি। চলতি সপ্তাহে রবিবার থেকেই অবিরাম ঝরছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে গত দুইদিন ধরে। রাস্তায় রাস্তায় জমেছে জল। পুজোর আগে কি পরিস্থিতি পরিবর্তন হবে? এই চিন্তায় মগ্ন আপামর বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামীকাল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গতকাল সোমবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলায়। আজ মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুশিদাবাদ, নদীয়া এবং বীরভূমে। এই সমস্ত জেলাতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে আবহাওয়া দপ্তর সূত্রে এও জানানো হয়েছে যে আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমবে। হলুদ সর্তকতা থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো বাতাস। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

Related Articles

Back to top button