আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ছে। সকাল থেকে শহরের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এক দু’ফোঁটা বৃষ্টি পড়ছে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে আজ সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকাল ৭ টা থেকে পরবর্তী ৩ ঘন্টা জেলাগুলিতে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেলের দিকে বাড়তে পারে বৃষ্টির জের এবং ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের আগের পূর্বাভাস ছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার জন্য বুধবার অবধি বৃষ্টি হবে। কিন্তু সেই নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবারও কলকাতাসহ সংলগ্ন এলাকা ভিজছে বৃষ্টিতে। নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে বিস্তৃত হয়েছে ছত্রিশগড় এবং বাংলাদেশ পর্যন্ত। আর তার জেরেই দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস। আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত।