বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তবে জনপ্রিয়তা আদায় করতে গিয়ে লজ্জার সীমা অতিক্রম করেছে এই সমস্ত ভোজপুরি ভিডিও। আর সেই নিয়ে চলছে প্রতিবাদ।
কয়েক বছর আগে বলিউডের পরেই যে ইন্ড্রাস্ট্রি মানুষের মন জয় করে নিত সেটি হল ভোজপুরি। ওই সময় ছিল এর স্বর্ণযুগ। কিন্তু বেশি জনপ্রিয়তার আশায় ভোজপুরিতে শুরু হয় অশ্লীল সব গান ও নাচ। পারিবারিক জীবনের সমস্ত সম্পর্ক নিয়েই অশ্লীলতা করা হয়। পরিবারের সাথে তো দূরের কথা, ঘর বন্ধ করে দেখলেও আপনি লজ্জা পেয়ে যেতে পারেন। সম্প্রতি তাই চন্দন চঞ্চলের একটি গানের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ।
সম্প্রতি ইন্টারনেটে রিলিজ করেছে চন্দন চঞ্চলের ভোজপুরি গান “দেবরা ধোধি চাটনা বা”। গানটি ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। কিন্তু গানের বিষয়বস্তু ও সিন এতটাই অশ্লীল যে আপনি পরিবারের কারুর সাথে দেখার দুঃসাহস দেখাতে পারবেন না। আর এই প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। ভোজপুরি থেকে অশ্লীলতা বন্ধ না হলে আন্দোলনের হুমকি অব্দি দেওয়া হয়েছে। একদিকে ইউটিউবে সুপারহিট এই সমস্ত গান, অন্যদিকে মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে আন্দোলন করছে। এবার ভোজপুরি ইন্দ্রস্টি কি করবে, সেটাই দেখার।