বলিউডের কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা জনি লিভার, তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে প্রায় প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছেন। তাঁর কমেডি করার ধরন ও সেইসাথে এক্সপ্রেশন, খুব কম অভিনেতাই অনুকরণ করতে পারেন। অনেক তাবড় তাবড় অভিনেতা জনি লিভারের মত কমেডি অভিনয় করতে চাইলেও, কেউ জনি লিভারের সুপ্রিমেসি ভাঙতে পারেনি। এই অভিনেতা প্রচুর হিট হিন্দি সিনেমায় কাজ করে গোটা দেশের কাছে ভালোবাসা পেয়েছেন।
৮০ থেকে ৯০ দশকের সময়কালে হিন্দি সিনেমার জগতে কমেডি অভিনয় করে গোটা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছিলেন এই জনি লিভার। তাঁর জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে জুদাই, দুলহে রাজা, করণ অর্জুন, দাগ দ্য ফায়ার, চোরি চোরি চুপকে চুপকে, নায়ক, হাড্ডি, কর দি আপনে, দুলহান হাম লে যায়েঙ্গে ইত্যাদি। বাড়িতে জনি লিভারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তাই তিনি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলেন। তবে একটা কথা অনেকেই জানেন না যে ক্যারিয়ার শুরুর আগেই তিনি সুজাতাকে বিয়ে করেছিলেন। আর আজকের এই প্রতিবেদন তাঁর স্ত্রীকে নিয়েই।
View this post on Instagram
কমেডিয়ান জনি লিভার ১৯৮৪ সালে সুজাতাকে বিয়ে করেন। এই বছর তারা তাদের ৩৮ তম বার্ষিকী উদযাপন করছে। জেমি লিভার এবং জেসি লিভার নামে তাদের দুটি সন্তান রয়েছে। জেমি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং মেয়ে জেসি বেশিরভাগ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বাবার পদাঙ্ক অনুসরণ করছে।
View this post on Instagram
তবে তারকা হওয়ার আগে থাকতেই জনি লিভারের জীবনসঙ্গিনী হয়েছেন সুজাতা। জনি স্ত্রীকে যে দেখতে বেশ সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলেন কিছু কিছু বলিউড অভিনেত্রীর থেকে ভালো দেখতে সুজাতাকে। আপনি শুনলে অবাক হবেন যে সুজাতার সৌন্দর্যের সামনে ফেল করবেন বলি ডিভা মালাইকাও। তবে সুজাতা কোনদিনই লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ার সাথে পরিচিত হননি। তবে আপনাদের জানিয়ে রাখা ভাল জনি কন্যা জেমি লিভার বাবার পথ অনুসরণ করেই কমেডিকে হাতিয়ার করে বলিউড জগতে পা রেখেছেন।
View this post on Instagram
Note: ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)