নিউজরাজ্য

Weather Report: অভিমুখ পরিবর্তন নিম্নচাপের, তাহলে কি পুজোর আগে ভারী বৃষ্টি বঙ্গে?

বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড় অভিমুখে চলে গিয়েছে

Advertisement

অবশেষে মিলল খুশির খবর। বাংলার দিক থেকে মুখ সরিয়েছে নিম্নচাপ। তাই পুজোর আগে হয়তো বঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর এই খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। প্রাকপুজো প্রস্তুতি ও কেনাকাটার বাজারে রীতিমতো ধ্বস নেমেছিল রোজকার বৃষ্টির জেরে। এবার বৃষ্টি কমলে আবার সব সাধারন হবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতেই থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড় অভিমুখে চলে গিয়েছে। এর প্রভাবে ওড়িশা এবং ছত্রিশগড়ে আজ বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে আজ সংলগ্ন জেলাগুলিতে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতার। বেলা বাড়লে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। গতকাল গোটা দিনে বৃষ্টি হয়েছে ১২.১ মিলিমিটার।

অন্যদিকে উত্তরবঙ্গে ও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে আগামী বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Related Articles

Back to top button