আমরা সকলেই জানি জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও। TRAI এর রিপোর্ট অনুযায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে।
ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ইন্টারনেট স্পীড এর দিক দিয়ে দেশে এখন প্রথম এয়ারটেল। আবার TRAI এর দেওয়া নতুন রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের সবথেকে বড় 4G নেটওয়ার্ক কাভারেজ jio এর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now7.46 লক্ষ স্টেশন জিও-র কাছে রয়েছে ট্রাই এর রিপোর্ট অনুযায়ী। রিলায়েন্স জিও-র থেকে অর্ধেকেরও কম Bharti Airtel-এর কভারেজ কিন্তু সেপ্টেম্বর ২০১৭ থেকে তিন গুণ বেড়েছে তাদের কভারেজ।