অভাবে বিক্রি করতে হয়েছে গয়না, অভিনয় ছেড়ে অগত্যা কল সেন্টারে কাজ করছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিন্তু করোনা ভাইরাসের দাপটে বদলে গেল সম্পূর্ণ জীবন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না একতা শর্মা। শেষমেষ রুটি রুজি যোগানোর তাগিদে অবতার অভিনয় ছেড়ে তাকে করতে…

Avatar

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিন্তু করোনা ভাইরাসের দাপটে বদলে গেল সম্পূর্ণ জীবন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না একতা শর্মা। শেষমেষ রুটি রুজি যোগানোর তাগিদে অবতার অভিনয় ছেড়ে তাকে করতে হয় কল সেন্টারে কাজ। অতীতে টেলিভিশনে করেছেন একচেটিয়া কাজ। ড্যাডি সামঝা করো, কুসুম, কিউ কি সাস ভি কভি বহু থি, এর মত বেশ কিছু ধারাবাহিকতার অভিনয় সকলের নজর কেড়েছিল। ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও দারুন সম্পর্ক ছিল তার। তবে করোনা ভাইরাস যেন তার জীবনটাকে একেবারে ঘুরিয়ে দিল।

অভাবে বিক্রি করতে হয়েছে গয়না, অভিনয় ছেড়ে অগত্যা কল সেন্টারে কাজ করছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী

একতা বলছেন, “আমি একজন শিক্ষিতা মহিলা। বাড়ি বসে কান্নাকাটি করার থেকে বাইরে গিয়ে রোজগার করাটাকেই আমি বেশি শ্রেয় মনে করি। আমি একটি সম্মানজনক কাজ করি এবং তার জন্য আমি অত্যন্ত গর্বিত।”

হাতে টাকা না থাকার কারণে একটা সময় নিজের গয়না বিক্রি করতে হয়েছিল একতা শর্মাকে। তিনি ভেবেছিলেন, এক বছর পর সবকিছু ঠিক হয়ে যাবে এবং আবারো তিনি নিজের জীবনে ফেরত আসবেন। কিন্তু ভাবনার সঙ্গে আর বাস্তব তেমনভাবে মিলতে পারল না। তিনি বললেন, “বাইরে গিয়ে কাজ করার আগে মানসিক প্রস্তুতি নিয়েছি। আগে আমি বিলাসবহুল জীবনযাপন করেছি। আগে আমি ডায়েট খাবার খেতাম এবং আমাকে সাহায্য করার জন্য স্পট বয়রা থাকতো। কিন্তু এখন আমার জীবন বদলে গিয়েছে। এখন ক্ষিপ্ত গ্রাহকদের সঙ্গে ও আমাকে কথা বলতে হয়।

অভাবে বিক্রি করতে হয়েছে গয়না, অভিনয় ছেড়ে অগত্যা কল সেন্টারে কাজ করছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী

তবে অভিনয় ছেড়ে অন্য কাজ করার সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে একেবারেই সহজ কাজ ছিল না। কিন্তু তবুও সেই ঝুঁকি নিতে পিছপা হয়নি তিনি। ইন্ডাস্ট্রিতে দু দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। লকডাউনের আগে বেপানহা পেয়ার নামের একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর ইন্ডাস্ট্রিতে তাকে দেখা যায়নি।