পুজোর হাওয়া ইতিমধ্যেই গায়ে লাগছে সারা পশ্চিমবঙ্গবাসীর। তারই মাঝে ভারী বৃষ্টি হওয়ার খবর দিলো হাওয়া অফিস। একটু পরেই নামতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, হিমাচলপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর, কর্নাটকের উপকূলে তুমুল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
রায়লসীমা, গুজরাত, পাঞ্জাবে প্রবাল বৃষ্টিপাতের সতর্কতা জারি। অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হতে চলেছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। জোরদার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতে ওড়িশা ও ভাসবে বলে জানিয়েছে মৌসম ভবন।ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে ওড়িশা উপকূলে।গুজরাট, উত্তর মহারাষ্ট্র, আরব সাগর উপকূলে ও বইতে পারে ঝড়। বঙ্গোপসাগরের উপকূল কাঁপতে চলেছে দমকা হাওয়াতে।