কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। আবারও সেই কারেন্সি নোট ও কয়েনে বদলের ভাবনা এনেছে কেন্দ্র সরকার। তবে এবার লক্ষ্য অন্ধ প্রতিবন্ধীদের সুবিধা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ঘোষণা সম্প্রতি সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। খুব শীঘ্রই কারেন্সি নোট বা কয়েনের পরিবর্তন করতে পারে এই আরবিআই। আপনার বাড়িতেও যদি প্রচুর নোট বা কয়েন থাকে, তাহলে আপনার জানা উচিত পরিবর্তনটা কি?
আসলে সম্প্রতি বোম্বে হাইকোর্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে। তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দৃষ্টিহীনদের জন্য বন্ধুত্বপূর্ন কারেন্সি নোট বা কয়েন বানানোর জন্য অনুরোধ জানায়। এই নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা আলোচনা করছে। এরপর হয়তো খুব শীঘ্রই নতুন কারেন্সি নোট ইস্যু করা হবে। ওই নোট এমন হবে যে দৃষ্টিহীনরা খুব সহজেই বিভিন্ন কারেন্সি নোটের মধ্যে পার্থক্য করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী হবে ওই নোট।
এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি MANI অ্যাপটিও আপডেট করেছে। এখন আপনি এতে ১১ টি ভাষার সমর্থন পেতে পারেন। আগে শুধু হিন্দি ও ইংরেজি পাওয়া যেত। এখন এই অ্যাপটি উর্দু, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু ভাষায় পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। এই Mani অ্যাপের মাধ্যমে অন্ধ ব্যক্তিও টাকা চিনতে পারেন। তাঁর হাতে যে নোট থাকবে তা অ্যাপ ভয়েসে বলে দেয়। ২০২০ সালে এই অ্যাপ লঞ্চ হয়।