নিউজরাজ্য

প্রাথমিকে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খুশির হাওয়া চাকরি প্রার্থীদের মধ্যে

পুজোর আগেই এরকম নিয়োগ ঘোষণা পেয়ে অত্যন্ত খুশি প্রাথমিকের চাকরি প্রার্থীরা

Advertisement

প্রাথমিক টেট উত্তীর্ণ আরো ৬৫ জনকে এবারে পুজোর আগে নিয়োগ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার একটি মামলার রায় ঘোষণা সময়ে এই নতুন নির্দেশ দিলেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, এই নির্দেশের পর পুজোর আগে চাকরি পেতে চলেছেন মোট ২৫০ জন।

২০১৪ সালে টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে বহু চাকরি প্রার্থীর নিয়োগ আটকে পড়েছিল। অভিযোগ ছিল আদালতের নির্দেশে ভুল প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ করলেও দীর্ঘদিন সেই নম্বর দেওয়া হয়নি এবং সেই কারণেই তাদের নিয়োগ এইভাবে আটকে গিয়েছে। এর জেরে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ইতিমধ্যেই তিনটি মামলায় ১৮৫ জনকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে গত সপ্তাহে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এরপরেও সোমবার আরো ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি। এর ফলে মোট নিয়োগের সংখ্যা দাঁড়ালো ২৫০।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে এই চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের হাতে পুজোর আগে চাকরি তুলে দিতে হবে। এই নির্দেশের জেরে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে। বিচারপতি তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন মামলাকারী।

Related Articles

Back to top button