কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা প্রায় শেষ হতে চলেছিল। এর মধ্যেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার হয়তো বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরো বাড়াতে পারে। গত বুধবারের একটি রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার আরো প্রায় ৩-৬ মাসের জন্য এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে।
আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার” অধীনে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। এই প্রকল্পের অধীনে করোনার সময় দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পরিবার পিছু ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। তবে প্রকল্প শুরুর সময়ই মোদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল এই রেশন বিনামূল্যে দেওয়া নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। পুজোর সময়তে সেই সময়সীমা প্রায় শেষের পথে ছিল। এবার হয়তো কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে সুখবর দিতে জানিয়ে দেবে আরও ৩-৬ মাস পাওয়া যাবে বিনামূল্যে রেশন। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি খাদ্য দপ্তরের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা হল বিশ্বের বৃহত্তম খাদ্য প্রকল্প। এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য শস্য মজুত রয়েছে। সরকারের পক্ষ থেকে এই জন্য স্টক পজিশন নিয়ে আলোচনা করা হয়েছে এবং আগামী দিনে আরো কত খরচ হবে সেই নিয়েও আলোচনা চলছে। আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পে এখনো পর্যন্ত মোদি সরকারের খরচ হয়েছে প্রায় ৩.৪০ লক্ষ কোটি টাকা।