টাক মাথাতেও গজাবে গোছা গোছা চুল, বিনা খরচায় বাড়িতেই বানান এই হেয়ার প্যাক, ব্যাপক লাভবান হবেন
হেয়ার ফল সামলাতে অনেকেই মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করেন
বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের লাইফস্টাইল বেশ চাকচিক্যের হলেও বাড়ছে পরিবেশ দূষণ। আর মার্কেটে ভেজাল প্রোডাক্টের তো কমতি নেই। সবমিলিয়ে আজকালকার দিনে ছেলে হোক কি মেয়ে, সবার একটাই সমস্যা হেয়ার ফল। নানা প্রোডাক্ট কিনে হাজার হাজার টাকা খরচ করেও মাথায় গজাচ্ছে না চুল। কিন্তু আপনি কি জানেন যে টাক হয়ে গেলেও চুল গজাতে পারে আপনার এক টাকাও খরচ না করে। ভাবছেন এও কি সম্ভব নাকি। আলবাত সম্ভব! টাকে নতুন চুল গজাতে ব্যবহার করতে হবে একটি হেয়ার প্যাক যার উপাদান সহজেই বাড়িতেই পেয়ে যাবেন। এই টোটকা জেনে গেলে চুল ওঠার টেনশন গায়েব হয়ে যাবে।
বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই হেয়ার প্যাক। যাদের চুল অতিরিক্ত রুক্ষ, শুষ্ক হয়ে গেছে যারা তুলে নিয়মিত কালার করেন, কিন্তু কোন ভাবে যত্ন করতে পারেন না, যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি আছে এবং চুল পেকে যাচ্ছে, তাদের জন্য এই ঘরোয়া হেয়ার প্যাক সত্যিই উপকারী। এই প্যাক ব্যবহার করলে একদিকে যেমন মাথায় যা চুল আছে সেগুলি বাঁচবে, ঠিক অন্যদিকে নতুন চুলও গজাবে।
হেয়ার প্যাকটি বানাতে আপনার প্রয়োজন হবে একটি গোটা শসা, দুটি আমলকি, টক দই পরিমাণমত। এছাড়া লাগবে গ্রিন টি, ডিম ও পাতিলেবুর রস। সব উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটি পরিষ্কার চুলে মেখে রাখতে হবে। ভুল করেও নোংরা চুলে লাগাবেন না এই প্যাক। প্যাক লাগানোর পর অন্তত ২ ঘণ্টা পর চুল ধুয়ে নিতে হবে। এটি আপনি যদি সপ্তাহে দুদিন নিয়মিত করতে পারেন তাহলে আপনার চুল অনেক সুন্দর হয়ে যাবে।