Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউনে কর্মহীন, দু’মুঠো ভাতের অভাব, আত্মঘাতী নবদম্পতি

Updated :  Friday, October 9, 2020 4:58 PM

খড়গপুর: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউনের পর দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তা সে আইটি সেক্টরে কর্মরত কর্মচারী হোক বা ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিক। সকলের এখন একই অবস্থা। কর্মহীন হয়ে দুবেলা দু মুঠো ভাতের জোগাড়ে যেন সকলে নাজেহাল হয়ে পড়ছে। এমনই দুর্দশাগ্রস্ত অবস্থা হয়েছিল খরগপুর টাউন এলাকার নিমপুরায এক নবদম্পতির। অবশেষে কোনওভাবে কোনও পথ খুজে না পেয়ে বা বলা ভাল পেটে দুমুঠো ভাত জোগাতে না পেরে অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এই নবদম্পতি।

আজ, শুক্রবার স্বামী-স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা যাচ্ছে, দম্পতির আদিবাড়ি অন্ধ্রপ্রদেশে। কাজের জন্য দুজনে খড়্গপুরে থাকতেন।

জানা গিয়েছে, লকডাউনের কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জনে। অন্ধ্রপ্রদেশ থেকে বিয়ে করে কাজের জন্য খড়্গপুরে এসে তারা থাকতে শুরু করেন। কিন্তু লকডাউনের পর দুজনেই কর্মহারা হয়ে পড়েন। অভাব-অনটন জাঁকিয়ে বসে তাদের সংসারে। স্থানীয়দের অনুমান, অভাবের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই নব দম্পতি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।