আন্তর্জাতিকনিউজ

গভীর রাতে দুটি রকেট হামলা রাজধানীতে

Advertisement

ইরাক : গতকাল ভোরে ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলার পর বুধবার গভীর রাতে আবার হামলা হলো ইরাকে। নিরাপত্তাসূত্র AFP জানিয়েছে, বুধবার গভীর রাতে দুটি রকেট ইরাকের রাজধানীর গ্রিন জোনে ভেঙে পড়েছে, যেটি হাই সিকিউরিটি জোন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশী দূতাবাসগুলি অবস্থিত।

জানা যাচ্ছে, মধ্যরাতের ঠিক আগে, বাগদাদে গ্রীন জোনের সুরক্ষা সাইরেনগুলি খুব জোরে বেজে ওঠে। এর পরেই দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। ইরাকে অবস্থিত আমেরিকান সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালানোর ২৪ ঘন্টার মধ্যে এই রকেট হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : দাম বাড়াল ভারতীয় তেলের, মন্দা অর্থনীতিতেও

গত সপ্তাহে শীর্ষস্থানীয় ইরানি জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদী আল-মুহান্দিসকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করার প্রতিশোধ নিতে গতকাল সকালে ইরাকের বাগদাদের কাছে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। তারপর আজ আবার এই হামলায় আমেরিকা যে যথেষ্টই চাপে থাকবে তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button