দেশনিউজ

করোনা ঠেকাতে এবার হিরেখচিত মাস্ক, দাম কত? জানুন

মাস্ক হিসেবে কেউ কেউ ব্যবহার করছেন রুমাল, কাপড়ের তৈরি সাধারণ মাস্ক বা N-95

Advertisement

এবার বাজারে এল হিরেখচিত মাস্ক। করোনা সংক্রমণ থেকে সুস্থ থাকতে প্রত্যেকের জীবনে বর্তমানে মাস্ক একটি জরুরি ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আর এই মাস্ক হিসেবে কেউ কেউ ব্যবহার করছেন রুমাল, কাপড়ের তৈরি সাধারণ মাস্ক বা N-95। যে যেরকম পারছেন সেরকম ভাবেই করোনার জীবাণু থেকে বাঁচতে মাস্কের ব্যবহার করছেন।

কিন্তু কেউ কেউ এরকম সাধারণ মাস্কে সন্তুষ্ট নন। তাঁরা চান আরও ভিন্ন ধরনের মাস্ক যা তাঁদের বৈভবের সঙ্গে খাপ খাবে। আর তাই তাঁরা খুঁজছেন আরও দামি ও ভিন্ন ধরনের মাস্ক। আর এরজন্যই সুরাটের এক গয়না ব্যবসায়ী বানিয়ে ফেললেন হিরেখচিত মাস্ক। দীপক চোকসি নামক ওই ব্যবসায়ীকে এই মাস্ক তৈরির ধারণার কথা জিগ্যেস করা হলে তিনি জানান, লক ডাউন উঠে যাওয়ার পর তাঁর গয়নার দোকানে একজন ব্যক্তি এসে জিগ্যেস করেন “বর কনের সামনেই বিয়ে, তাঁদের জন্য একটু অন্য ধরনের মাস্ক দেওয়া সম্ভব কিনা?”

ওই দিনের পর দীপকের মাথায় আসে হিরেখচিত মাস্কের কথা। গয়না ব্যবসায়ী জানিয়েছেন, হিরের সংখ্যা ও আকারের উপর ভিত্তি করে এক একটি মাস্কের দাম চার লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই মাস্কে আমেরিকান ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট গাইডলাইন মেনে মাস্কে ব্যবহার করা হয়েছে কাপড়। যার ফলে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব হয়।

Related Articles

Back to top button