তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিতে এই যুবতীকে বলিউডের হিট গান ‘দিলবার’এর তালে ভরা বাজারের মাঝে ব্যস্ত রাস্তায় দক্ষতার সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওতে তার নাচ যত না নেটদুনিয়ার নজর টেনেছে, তার থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তার পিছনে থাকা ব্যক্তিটি। তিনি রীতিমতো তার প্রতিটি স্টেপ নকল করার তুমুল চেষ্টায় ছিলেন। তাকে দেখে এটুকু বোঝা গিয়েছে যে তিনি একবারে মদ্যপ অবস্থাতে ছিলেন। হঠাৎ করে ব্যস্ত রাস্তায় এই যুবতীকে নাচতে দেখে তিনি আর নিজেকে সামলে রাখতে পারেননি। এই যুবতী রিল ভিডিও বানানোর সময়ই ঐ মদ্যপ ব্যক্তিটি চলে এসেছেন ভিডিওতে, ফলে তিনিই সমস্ত নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন নিজের দিকে। ভাইরাল হওয়া ভিডিওতে ঐ মদ্যপ ব্যক্তির দুর্দান্ত নাচ দেখে হাসি থামছে না নেটজনতার একাংশের। তবে বলাই বাহুল্য, ভিডিওতে যে যুবতীকে দেখা গিয়েছে তিনি যে যথেষ্ট দক্ষ এই ধরনের ভিডিও বানাতে, তা তার নাচ দেখেই স্পষ্ট সকলের কাছে। উল্লেখ্য, সম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারের ‘২৪’ নামের প্রোফাইল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।अच्छा है आजकल रोड साइड लोगों को कंपनी मिल जाती है pic.twitter.com/PoLcw8U5Vs
— 24 (@Chilled_Yogi) October 6, 2022
Dance Video: ভরা বাজারে ‘দিলবার’ গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ার নজর কাড়লেন অটোচালক, রইল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন