রাহুল গান্ধীকে চুম্বন করলেন এক পুরুষ অনুরাগী, চলুন তবে ব্যাপারটি খতিয়ে দেখা যাক।
ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্মৃতি ইরানির কাছে আমেঠি থেকে হেরে যান। কিন্তু অবাক হওয়ার বিষয় এটাই যে প্রথমবার তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কেরালার ওয়েনারে।
সোনিয়া পুত্রকে মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয়।রাহুল গান্ধীর বয়স 49 বছর।
মঙ্গলবার বন্যা কবলিত এলাকা ওয়েনারে তিনি পরিদর্শনে গিয়েছিলেন।সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। সেখানে এক পুরুষ রাহুল গান্ধীকে চুম্বন করেন।
সংবাদসংস্থা এএনআই-এর টুইট করা এক ভিডিওতে মঙ্গলবার ঘটনাটি দেখা যায়। দেখা যায় রাহুল গান্ধী গাড়ি থেকে হাত নেড়ে মানুষের সাথে কুশল বিনিময় করছিলেন ।একজন নীল শার্ট পরিহিত লোক সামনে আসেন। এবং রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলান ।হঠাৎ লোকটি রাহুল গান্ধীর গালে চুম্বন করেন। ঘটনাটি ঘটার পর সঙ্গে সঙ্গেই তাকে গাড়ির পাশ থেকে সরিয়ে দেওয়া হয় ।তবে রাহুল গান্ধী এই ঘটনায় একটুও বিচলিত হয়ে ওঠেন নি। শান্ত থাকেন এবং জনগণের উদ্দেশ্যে হাত দেখাতে থাকেন।
তিনি যখন ওয়েনারে পরিদর্শনে গিয়েছিলেন তখন ওয়েনারবাসী তাকে নানা সমস্যার কথা জানান। বন্যা হওয়ার ফলে তাদের রাস্তা এবং সেতু সবই মোটামুটি নষ্ট হয়ে গেছে। সে কথা জানান। রাহুল গান্ধী তাদের বলেছেন যে খুব তাড়াতাড়ি এর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।