একই রোগীর শরীরে দুবার করোনা থাবা বসতে পারে, এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিল বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু বর্তমান পরিস্থিতি জানান দিচ্ছে, একজন করোনায় আক্রান্ত রোগীর শরীরে পুনরায় থাবা বসাতে পারে এই মারণরোগ। যত দিন যাচ্ছে তত করোনার প্রকৃতি বদলাচ্ছে। আবহাওয়া এবং শরীরের গঠন অনুযায়ী করোনার উপসর্গ বদলাচ্ছে। একজনের শরীরে করোনার ক্ষেত্রে যে উপসর্গ দেখা দিচ্ছে, অন্যজনের শরীরে ঠিক তার উল্টো উপসর্গ দেখা দিচ্ছে। এর ফলে বর্তমানে করোনা সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এক ব্যক্তির ৪৮ দিনে দুবার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। যা চিন্তায় ফেলে দিয়েছে চিকিৎসকদের।
২৫ বছর বয়সী সেই ব্যক্তি আমেরিকার নেভাডা রাজ্যের ওয়াশো কাউন্টটিতে থাকেন। এপ্রিলের মাঝামাঝি এই যুবকের শরীরে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। তারপর চিকিৎসা শুরু হয়। তার চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিছুদিন পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই যুবককে। কিন্তু মে মাসের শেষের দিকে পুনরায় তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এমনকি তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই যুবকের আরও কয়েকটি পরীক্ষা হওয়ার প্রয়োজন রয়েছে। প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার পর কেন তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, এই বিষয়টি পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।