Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব বিলের প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় গণ মিছিল

নাগরিকত্ব বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বৈঠক দেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক হয়েছে যে, নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে পথে নামবে তৃণমূল। আগামী ১৬ই…

Avatar

নাগরিকত্ব বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বৈঠক দেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক হয়েছে যে, নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে পথে নামবে তৃণমূল। আগামী ১৬ই ডিসেম্বর, সোমবার থেকে রাজ্য জুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ই ডিসেম্বর কলকাতায় হবে প্রথম আন্দোলন। মুখ্যমন্ত্রী সমস্ত বিজেপি বাদ দিয়ে বিরোধী দলগুলিকে আহ্বান করেছেন এই মিছিলে অংশগ্রহণ করার জন্যে। ১৬ তারিখের পর ১৭ তারিখও আরও একটি মিছিল ডেকেছেন তৃণমূল নেত্রী। এরপর ১৮ তারিখ বুধবার হবে জেলায় জেলায় মিছিল।

এদিন মুখ্যমন্ত্রী আবার বলেন তিনি ও তাঁর দল পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। এনআরসির পাশাপাশি নাগরিকত্ব বিলও এই রাজ্যে লাগু হবে না বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল যেভাবে নাগরিকত্ব বিল ও এনআরসির বিরোধিতা করেছে তা আগামীদিনেও চালু থাকবে। রাজ্যের মানুষের ভয়ের কোনো কারণ নেই এদিন তা আর একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতা আন্দোলন করে যে অধিকার পাওয়া গেছে তা বজায় থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশরক্ষার জন্যে যদি আর একটা আন্দোলন করতে হয় তা তিনি করবেন বলে জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি কোটি কোটি টাকা খরচ করে এইসব করছে, যার আদৌ কোনো মূল্য নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি জেলে যেতে রাজি কিন্তু দেশকে ভাগ করতে দেবেন না। এদিন অসম সহ উত্তরপূর্ব ভারতের পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন অসম সহ উত্তরপূর্ব ভারতের অবস্থায় তিনি খুবই শঙ্কিত।

About Author