নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মহারাষ্ট্রে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটেন ও রাশিয়ায় চলতি সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রদান শুরু হলেও ভারতে কবে ভ্যাকসিন আসবে, তা এখনই বলা মুশকিল। যদিও আশার বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী সকলে, তবুও ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত কোনও শান্তি নেই। আর এমন সময়ে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, দিল্লিতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজধানীর বেশির ভাগ মানুষ র্যাপিড টেস্ট করিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের আবার RT-PCR টেস্ট করানো হয়। সেক্ষেত্রে ১৯ শতাংসের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এরপরই র্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, এই নিয়ে সম্প্রতি আরটিআই-এর মাধ্যমে স্বাস্থ্য দফতরের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, দিল্লিতে ৫৬,৮৬২ জন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিল। তাদের মধ্যে প্রত্যেকেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পরবর্তীকালে এদের মধ্যে ৩২,৯০০ জনের RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৫২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর ফলেই র্যাপিড টেস্ট নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।