Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাত বছরের বাচ্চার ওজন সাত কেজি, জানুন আসল কারণ

একদিকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা, অন্যদিকে খাদ্য সঙ্কট, এটাই ইয়েমেনের বাস্তব চিত্র। যা আপনাকে অবাক করার পাশাপাশি হাড়হিম করে দেবে। ছ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত অবস্থা ইয়েমেনের (Yemen)। খাদ্য সঙ্কট সেখানে কোন পর্যায়ে…

Avatar

একদিকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা, অন্যদিকে খাদ্য সঙ্কট, এটাই ইয়েমেনের বাস্তব চিত্র। যা আপনাকে অবাক করার পাশাপাশি হাড়হিম করে দেবে। ছ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত অবস্থা ইয়েমেনের (Yemen)। খাদ্য সঙ্কট সেখানে কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই বাচ্চাটির ছবি দেখলেই আন্দাজ করা যায়। ইয়েমেনের সানায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাত বছর বয়সী বাচ্চাটিকে। বাচ্চাটির বয়স শুধু সাত নয়, এর পাশাপাশি এই বাচ্চার ওজন ও সাত কেজি। অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই বাস্তব জীবনের চিত্র।

lঅপুষ্টি, অনাহার গিলে খেয়েছে তার শৈশব। ফায়িদ সামিম নামের সেই বাচ্চাটি পক্ষাঘাতগ্রস্ত। সেরিব্রাল প্যালসি ও অপুষ্টিতে ভুগছে বাচ্চাটি। হাসপাতালে যখন আনা হয়েছিল, তখন তার মরনাপন্ন অবস্থা। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় ফায়িদ এখন বিপন্মুক্ত। আস্তে আস্তে ওজন বাড়ছে বাচ্চাটির, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বাচ্চাটির যা রোগ, সেই রোগের চিকিৎসা ও ওষুধের খরচ বহন করার সামর্থ নেই পরিবারের। তাই ফায়িদের চিকিৎসা আপাতত চলছে অনুদানের অর্থে। তবে শুধু এই বাচ্চাই নয়, অন্যান্য সাধারণ মানুষের জীবনে ত্রাণের ওপর নির্ভর করছে এমনটাই ইয়েমেন সূত্রে জানা গিয়েছে। তবে এই যে অনাহারে রোগ, তার দিনদিন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বেড়েই চলেছে, এমনটা বলাই যায়।

About Author