মহিষের ওপর বসে ‘মুজসে শাদি করোগি’ গাইছে ছোট্ট শিশু, ভিডিও ব্যাপক ভাইরাল

বিনোদন জগতের এখন প্রধান তারা সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। তাই তো গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আসলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। যার ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।

বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। কিছু কিছু ভিডিও এতটাই হাস্যকর হয় যে ভিডিওটি দেখে আপনার হাসি নাও থামতে পারে। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে এমনই একটি ভাইরাল ভিডিও যা নিয়ে ব্যাপক চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। কি এমন আছে ওই ভিডিওতে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি ছোট বাচ্চা মহিষের ওপর আরাম করে বসে গান গাইছে। তবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর জানা যায় গানটি গাইছেন অন্য কেউ। আসলে ভিডিওটিতে দেখানো হয়েছে কীভাবে মহিষের ওপর বসে খাইনি বানানোর চেষ্টা করছে এক শিশু। তবে এটি শুধু অভিনয় মাত্র। গানটি ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে। এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করেছেন @sanjayjourno নামের একজন ব্যবহারকারী। মানুষ এই ভিডিওটি ব্যাপক পছন্দ করছেন। এই ভিডিওটি ১৬ হাজারের বেশি ভিউ পেয়েছে। এছাড়াও অনেকে কমেন্ট ও শেয়ার করেছেন।