এমন ঘটনা পৃথিবীর বুকে হতে পারে তা বোধ হয় এর আগে কেউ ভাবতেও পারেনি। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এখন পুরনো হয়ে গিয়েছে, কিন্তু দুটো সন্তান গর্ভে থাকাকালীন তৃতীয় সন্তানসম্ভবা হলেন মা, এমন ঘটনা বোধ হয় এর আগে ঘটেনি। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে এক বিখ্যাত টিকটক স্টারের জীবনে। যিনি গর্ভে সন্তান থাকা সত্ত্বেও পুনরায় গর্ভবতী হয়েছেন।
আলট্রাসনোগ্রাফি করার পরই চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘটনা নিশ্চিত করা হয়েছে। প্রকাশ্যে খবর আসা মাত্র সোশ্যাল মিডিয়ায় কার্যত নেটিজেনরা অবাক হয়ে গিয়েছে। তিন সন্তানকে গর্ভে নিয়ে সুস্থ আছেন মা। জানা গিয়েছে, দুই সন্তান তৃতীয় সন্তানের চেয়ে বড়। কারণ, ওই ডিমটি নিষিক্ত হয়েছে কয়েকদিন পরে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে, ওই মহিলা হাইপার ওডুলেশনের শিকার, যার ফলে তিনি একই সময়ে দুবার গর্ভবতী হয়েছেন। তৃতীয় সন্তান বাকি দুই সন্তানের থেকে ১০ থেকে ১১ দিনের ছোট হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তিনটি সন্তান একইদিনে জন্মগ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে এমন এক বিরল ঘটনা অবাক করেছে নেটিজেনদের।