বহুচর্চিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিন প্রয়োগে মৃত্যু স্বেচ্ছাসেবকের
ব্রিটেন: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। তবুও করোনা আতঙ্ক এ দেশে কাটেনি। এমনকি বিশ্বের দরবারে করোনার থাবা একইভাবে অব্যাহত রয়েছে। বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসকেরা করোনা ভ্যাকসিন তৈরিতে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করছেন। আর এমনই এক ভ্যাকসিন হল ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগ করার পর মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। তবুও ট্রায়াল’ বন্ধের সিদ্ধান্ত নেয়নি ব্রিটেন।
ব্রাজিলে এই স্বেচ্ছাসেবকের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করার পর মৃত্যু হয়েছে।8ক যদিও গোপনীয়তা রক্ষার কারণেই এই মৃত্যু নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি ব্রাজিল। এমনকি এমন ঘটনা ঘটে যাওয়ার পর ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার কর্তৃপক্ষ।
সূত্রের খবর, যিনি মারা গিয়েছেন তার বয়স 28। পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন। যদিও এ বিষয়ে সরকারিভাবে ব্রাজিলের পক্ষ থেকে কোনওরকম তথ্য জানানো হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন সর্বপ্রথম আসবে। আর সেটি কেনার পরিকল্পনা করছে ব্রাজিল। ভারতেও চলছে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কিন্তু কতটা নিরাপদ তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখন? যে স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে, সেটা তো একজন। কিন্তু পরবর্তীকালে যদি আরো অনেকের মৃত্যু হয়, তখন কী সামাল দেওয়া যাবে, এসব প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।