নিউজদেশ

আপনার আধার নম্বর কি বাতিল হয়েছে বা আধার কার্ডের সঙ্গে অন্য নম্বর জুড়ে চলছে জালিয়াতি? কি করে বুঝবেন

জেনে নিন সহজ পদ্ধতিতে কিভাবে আধার কার্ডের নম্বর ভেরিফাই করবেন

Advertisement

ব্যাংক একাউন্ট থেকে শুরু করে এখন প্যান কার্ড সব জায়গাতেই এখন ১২ সংখ্যার আধার কার্ডের গুরুত্ব অত্যন্ত বেশি। এখনকার দিনে দাঁড়িয়ে ভারতীয়দের কাছে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয় পত্র নয় বরং দেশবাসী হওয়ার একটি প্রমাণ পত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধার কার্ড নিয়ামক সংস্থা ইউআইডিএআই এর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনারা নিজের আধার কার্ডের ব্যাপারে নানা ধরনের গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার অথরিটির তরফ থেকে প্রায় ৬ লক্ষ আধার কার্ড বাতিল করা হয়েছে। ইউআইডিএআই জানাচ্ছে, এই সমস্ত আধার নম্বর আসলে নকল অথবা জাল নম্বর। পাশাপাশি এই সমস্ত আধার কার্ড বেশিরভাগ অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করা হয়। তাই সরকারি সম্মতি নিয়ে এই ছয় লক্ষ আধার নম্বর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু আপনার আধার কার্ড কি সুরক্ষিত রয়েছে? আপনার আধার কার্ডের সঙ্গে কোন রকম কোন জালিয়াতি করা হয়নি তো? কি করে বুঝবেন এই ব্যাপারটা? কয়েকটি সহজ পদ্ধতিতে আপনিও সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বর এখনো সঠিক এবং সুরক্ষিত রয়েছে কিনা। এর জন্য প্রথমে আপনাকে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (https://resident.uidai.gov.in/officialaadhaar)।

সেখানে গিয়ে বিভিন্ন বিকল্পের মধ্যে আপনাকে আধার ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজের ১২ অঙ্কের আধার নম্বর বা ভার্চুয়াল আইডি বসাতে হবে। এই নম্বরটি লেখার পরে স্ক্রিনের উপরে থাকা সুরক্ষা সংখ্যা নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এরপর ওখানেই একটি ওটিপির জন্য অনুরোধ করতে পারবেন আপনারা। এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে ইউআইডিএঅাই এর পক্ষ থেকে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় দিতে হবে। তারপর সেই ওয়েবসাইটে একটি নতুন পাতা খুলে যাবে এবং সেখানে লেখা থাকবে আদৌ আপনার আধার নম্বর যথাযথ কিনা। এটা করতে পারলেই আপনি সহজে বুঝতে পারবেন আপনার আধার নম্বর বাতিল করা হয়েছে নাকি হয়নি।

তবে সরকার জানিয়েছে, বর্তমানে এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে যেখানে একজন ব্যক্তি বিশেষের আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ নিজের নামে একটি সিম কার্ড তুলেছেন। অনেক সময় সেই সিম কার্ড ব্যবহার করা হয়েছে অপরাধমূলক কাজে। এর থেকে রেহাই পাওয়ার উপায় রয়েছে। আপনার আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ একটি জাল সিম গ্রহণ করেছে কিনা সেটা জানার জন্য প্রথমে আপনাকে TAFCOP এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (tafcop.dgtelecom.gov.in)। এই ওয়েবসাইট খুললে নিচের দিকে দেখতে পাওয়া যাবে মোবাইল নম্বরের মাধ্যমে নথিভুক্তকরনের একটি বাক্স। যে মোবাইল নম্বরটি আপনি আধারের সঙ্গে যুক্ত করেছেন সেই নম্বরটি আপনাকে ওই বাক্সে লিখে ফেলতে হবে। তারপরে ফোন নম্বরের ওই বাক্সে নম্বর লেখার পর মোবাইলে ওটিপি পাওয়ার জন্য নিজের বাক্সে ক্লিক করতে হবে।

এরপর নথিভুক্ত থাকা মোবাইল নম্বরে ওয়েবসাইটের তরফ থেকে একটি এককালীন পাসওয়ার্ড পাঠানো হবে। মোবাইল নম্বরে ওটিপি আসার পর তা দেখে ওয়েবসাইটের চিহ্নিত করা জায়গায় নির্দিষ্ট বাক্সে লিখে ফেলতে হবে। এরপরে আপনার কাছে একটি নতুন পাতা খুলে যাবে এবং এই পাতায় আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোট কয়টি নম্বর যুক্ত রয়েছে।

Related Articles

Back to top button