দেশনিউজ

Aadhaar-Pan Link: বাড়ানো হয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়, জেনে নিন নতুন ডেট

Advertisement

প্যান কার্ডধারীদের জন্য সুখবর রয়েছে। আপনি যদি এখনও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে 31 মার্চ 2024 পর্যন্ত এটি লিঙ্ক করতে পারবেন। খবর, এই সময় সীমার মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ডও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যার পরে ব্যাংক লেনদেন সহ অনেক বিষয়ে আপনি সমস্যায় পড়তে পারেন।

আধারের সাথে প্যান লিঙ্ক করতে আপনাকে 1,000 টাকা দিতে হবে। প্যান ও আধার লিঙ্ক না করলে লেনদেনে সমস্যা হবে। প্যান ছাড়া একবারে আপনি ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। যদি নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড বানাতে হয়, তাহলে তা তৈরি হবে না। এছাড়াও প্যান, ডিডিএস বা টিসিএস ছাড়া ছাড়ের ক্ষেত্রে আপনাকে আরও বেশি কর দিতে হবে।

aadhaar card pan card link

আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 মার্চ, 2024। যদি আপনি রিটার্ন দাখিল না করে থাকেন তবে এটা জেনে নেওয়া ভালো যে আয়কর রিটার্ন ফাইল করার জন্য আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করা প্রয়োজন। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট, বেসিক ডকুমেন্টস, ডিডাকশন ক্লেইমের সার্টিফিকেট, জীবন বীমা থাকলে তার সার্টিফিকেট লাগবে। এ ছাড়া অন্যান্য বেসিক ডকুমেন্টের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

Related Articles

Back to top button