নিউজদেশ

Aadhaar card: আপনার আধার কার্ড কি অন্য কেউ ব্যবহার করছে? এই স্টেপগুলি ব্যবহার করে করে ফেলুন চেক

আপনার আধার কার্ড অন্য জায়গায় ব্যবহার হয়েছে কিনা সে বিষয়ে জেনে নেওয়ার জন্য সহজ কিছু পদ্ধতি রয়েছে

Advertisement

আধার কার্ড হলো ভারতীয় জনসাধারণের জন্য অন্যতম একটি পরিচয় পত্রের মাধ্যম। এই ১২ সংখ্যার নম্বরটি বিভিন্ন প্লাটফর্মে আপনারা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। বিভিন্ন সার্ভিস পাওয়ার জন্য আপনি এই আধার কার্ড ভেরিফিকেশন করতে পারেন। তবে আপনার আধার নম্বর কি সঠিক? এটা যাচাই করা আপনার সবার আগে দরকার। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই আধার নম্বর যাচাই আপনারা করতে পারবেন।

এই আধার নম্বর যাচাই করার জন্য প্রথমে আপনাকে আধার নম্বর ইস্যু করা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই আধার নম্বর ইস্যু করার সংস্থাটি হলো UIDAI। তারাই আপনার আধার সংখ্যা নির্ধারণ করে এবং তারাই আপনাকে জানিয়ে দেয় যে, আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কিনা। তাই তাদের ওয়েবসাইট থেকে এই আপনার এই আধার নম্বর যাচাই করা উচিত।। চলো জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটি আপনি করবেন।

প্রথমত, আপনাকে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার পছন্দমত ভাষা নির্বাচন করতে হবে।

দ্বিতীয়ত, আপনাকে My Aadhaar সেকশনে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে।

তৃতীয়ত, আপনাকে Aadhaar Authentication History অপশনে যেতে হবে, যিনি আপনি পেয়ে যাবেন আধার সার্ভিস সেকশনের নিচে। এরপর আপনাকে একটি নতুন ওয়েব পেজে যেতে হবে। সেখানে আপনাকে আপনার আধার নম্বর সিকিউরিটি কোড এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে।

চতুর্থত, আপনাকে ভেরিফিকেশন করে নেবার পর আপনার আধার কার্ডের তথ্য মিলিয়ে নিতে হবে এবং সেখান থেকে আপনি আপনার আধার কার্ড ব্যবহার করার সমস্ত জায়গা চেক করে নিতে পারবেন। যদি কোনভাবে, আপনি দেখেন আপনার ছাড়াও আধার নম্বর অন্য কেউ ব্যবহার করেছে, তাহলে আপনি ভালোভাবে যাচাই করে নিন সেই বিষয়টা।

Related Articles

Back to top button