Today Trending News

Aadhaar Card Update: আর ২ দিন পর বন্ধ হয়ে যাবে আধার কার্ড, আজকেই করুন এই গুরুত্বপূর্ণ কাজ

নাম, জন্মতারিখ এবং ঠিকানা যাচাই করনের মাধ্যমে আধার কার্ড আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

Advertisement

Advertisement

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলে আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা আপনাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আধার কার্ড নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে ভারত সরকার। ভারতের সাধারণ নাগরিকদের কাছে বারবার অনুরোধ করা হয়েছে, UID কর্তৃক প্রদত্ত আধার কার্ডের সাথে বায়োমেট্রিক আপগ্রেড, ঠিকানা আপডেট কিংবা ছবি পরিবর্তনের মত কাজ গুলি করে নেওয়ার জন্য। যার সময়সীমা উত্তীর্ণ হতে চলেছে ১৪ই ডিসেম্বর। এর মধ্যে যদি ভারতীয় নাগরিকরা আধার কার্ডের সাথে নির্দিষ্ট কাজগুলি সম্পন্ন না করেন, সেক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন তারা।

শুধু তাই নয়, UID কর্তৃক স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ বছরের আধার কার্ডের সাথে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, বর্তমানে এই কাজটি সম্পন্ন বিনা পয়সায় করতে পারেন ভারতীয় নাগরিকরা। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বায়োমেট্রিক আপডেট করার কার্যক্রম চালু থাকলেও নাগরিকদের কাছ থেকে বড় অংকের জরিমানা নিতে পারে UID।

কিভাবে আপডেট করবেন?

আধার কার্ডের সাথে আপনার ঠিকানা প্রমাণপত্র আপডেট করতে হলে বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/-এ প্রবেশ করতে হবে এবং ডকুমেন্টস আপডেট অপশনটি বেছে নিতে হবে। এরপর নাম, জন্মতারিখ এবং ঠিকানা যাচাই করনের মাধ্যমে আধার কার্ড আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে নতুন ঠিকানায় স্থায়ী বাসিন্দা হিসেবে একটি ডকুমেন্ট স্ক্যান করে আপডেট করতে হবে। বর্তমানে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে ৫০ টাকা প্রদান করতে হবে।

Recent Posts