Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড গ্রাহ্য নয়, জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক

Updated :  Thursday, January 18, 2024 5:14 PM

এতদিন পর্যন্ত জন্ম তারিখের প্রামান্য নথি হিসেবে আপনাদের আধার কার্ড দিতে হতো। এবার থেকে এই আধার কার্ডের বাধ্যবাধকতা শেষ হতে চলেছে বলেই জানিয়ে দিল ভারত সরকার। জন্মের প্রমাণ পত্র হিসেবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না বলে জানিয়েছে সরকার। এবার একটি নির্দেশিকায় এই কথা জানিয়ে দিলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই ব্যাপারে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আধার কার্ডকে কোন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, তবে কোনভাবেই জন্ম প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে না।

এই ঘটনার সূত্রপাত হয়েছিল, শ্রম মন্ত্রকের তরফে এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড সংস্থার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে। সেই বিজ্ঞপ্তিতে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা বলা ছিল। সেখানেই অনেকে জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা করেন। বিষয়টিকে মান্যতা দিয়েছিল শ্রম দপ্তর। আর তা জানতে পেরেই নড়ে চড়ে বসে আধার কার্ড কর্তৃপক্ষ। এরপরে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়, শ্রম মন্ত্রকের ওয়েবসাইটে জন্ম তারিখের প্রমাণ তালিকা থেকে আধার কার্ডকে বাদ দিতে হবে। আধার কার্ড এখন থেকে আর কোনো জন্ম প্রমাণপত্র নয়। জন্ম প্রমাণপত্র হিসেবে অন্য ডকুমেন্ট ব্যবহার করতে হবে।

এখানেই ক্ষান্ত হয়নি সংস্থা। এর পাশাপাশি আধার ইউজার এজেন্সি এবং কেওয়াইসি ইউজার এজেন্সি হিসেবে যে সংস্থাগুলি কাজ করে তাদেরকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে আধার সংস্থার তরফ থেকে। ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এই ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। আধার সংস্থা সরাসরি ভাবে জানিয়ে দিয়েছে, এখন থেকে আর জন্মশংসাপত্র হিসেবে আধার কার্ড গ্রাহ্য হবে না। অন্যদিকে জন্মতারিখের শংসাপত্র হিসেবে কোন কোন ডকুমেন্ট গ্রাহ্য হবে সেই তালিকা ঠিক করে দিয়েছে আধার কর্তৃপক্ষ। কিন্তু হঠাত কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আধার কর্তৃপক্ষ ব্যাখ্যা দিচ্ছে, কোন ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতে জন্ম তারিখের উল্লেখ করা হয়ে থাকে আধার কার্ডে। সেই ব্যক্তি যে সঠিক তথ্য জমা দিচ্ছেন, সেটার গ্যারান্টি আধার কর্তৃপক্ষ কেন গ্রহণ করবে?