নিউজদেশ

Aadhar card: বিরাট খবর, আধার কার্ড তৈরি করতে গেলে এবার লাগবে এই যোগ্যতা, জানুন বিস্তারে

আধার কার্ড নিয়ে অত্যন্ত বড় তথ্য দিলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

Advertisement

ভারতের প্রতিটি নাগরিকের জন্য এখন আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ডের এতটা বেশি গুরুত্ব, যে সকলের কাছে আধার কার্ড থাকা এখন বাধ্যতামূলক। যে কোন কাজে এখন আধার কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। এটি এখন ভারতীয়দের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দস্তাবেজের মধ্যে একটি। ১২ সংখ্যার এই আধার নম্বর ভারতীয়দের জন্ম পরিচয় পত্র থেকে শুরু করে ভারতীয়দের পরিচয়ের একটি অনন্য প্রমাণ। এই প্রমাণপত্রের পাশাপাশি রয়েছে বায়োমেট্রিক তথ্যভাণ্ডার।

আধার কার্ড আসলে একটি বায়োমেট্রিক তথ্যসমৃদ্ধ নম্বর, যেটি জারি করে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। ২০১৬ সালে ভারত সরকার এই সংস্থার প্রতিষ্ঠা করে। এই সংস্থার মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করে ভারত সরকার। সঠিক ব্যক্তির পরিচয় শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে সঠিকভাবে দেওয়া সম্ভব। আধার কার্ডের মাধ্যমে কারচুপি কমানো হয়েছে সারা ভারতে। তবে আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে। পাশাপাশি আধার কার্ড তৈরি করতে গেলে কিছু জরুরি যোগ্যতা প্রয়োজন। সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করা যায়।

আজকাল ভারতের যে কোন মানুষ, নবজাতক থেকে শুরু করে বৃদ্ধরা আধার কার্ড তৈরি করতে পারেন। পাঁচ বছরের কমের শিশুদের জন্য ব্লু আধার কার্ড চালু করেছে ভারত সরকার। ১২ মাসের বেশি সময় ভারতে বসবাসকারী NRI অথবা বিদেশীরা ভারত সরকারের দ্বারা জারি করা এই আধার কার্ড তৈরি করতে পারেন। এছাড়া ১৮০ দিনের ভারতীয় পাসপোর্ট যাদের কাছে রয়েছে, তারাও কিন্তু এই আধার কার্ড তৈরি করতে পারেন খুব সহজে।

Related Articles

Back to top button