Aamir-Kiran Divorce: ১৫ বছরের সুখী দাম্পত্যে ফুলস্টপ, ডিভোর্সের ঘোষণা করলেন আমির-কিরণ

১৫ বছরের সুখী দাম্পত্য জীবনে ফুল স্টপ টানলেন আমির খান। হ্যাঁ এই সুপারস্টারের দ্বিতীয় বিয়েও যবনিকার পথে। শনিবার সকালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবনে বিচ্ছেদের কথা ঘোষণা সারলেন অভিনেতা। তবে একার সিদ্ধান্তে নন শনিবার যৌথ বিবৃতিতে দিয়ে ডিভোর্সের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও।

১৫ বছরের সুখী দাম্পত্য সম্পর্কে ভাঙন হলেও আগের মরো দুজনেই একে অপরের পরিবারের অংশ থাকবেন বলে জানিয়েছেন আমির আর কিরণ। পাশাপাশি নিজেদের একমাত্র সন্তান আজাদ খানেও দেখভালের দায়িত্ব যৌথভাবে দুজনেই কাঁধে তুলে নিয়েছেন। এতো হল শুধু ব্যক্তিগত জীবনের কথা, পেশাদার জীবনেও কি আগের মতো সব ঠিক থাকবে? হ্যাঁ পেশাদার জীবনেও পার্টনারশিপ ঠি আগের মতোই বজায় রাখবেন প্রাক্তন। সম্পর্কে ইতি টেনেছে কাজের জায়গাতে ইতি টানেননি। যৌথ ভাবে পানি ফাউন্ডেশনসহ বাকি সকল প্রজেক্টে একসঙ্গেই কাজ করবেন আমির-কিরণ। 

বিবৃতিতে আমির-কিরণ আরও জানিয়েছেন, স্বামী স্ত্রী হিসেবে পথচলা অনেক দিন আলাদা হয়েছে। দুজনে আলাদা থাকলেও ছেলে আজাদের দায়িত্ব একসঙ্গেই পালন করছেন দুজনে। এই বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা বেশ কিছু সময় আগেই সেরে ফেলেছিলেন। তবে পুরো বিষয়টা জনসমক্ষে আনতে পারেননি। এবার জনসমক্ষে বলতে স্বচ্ছন্দবোধ করছেন।

আমির খান ও কিরণ রাও-এর প্রথম আলাপ লাগান সিনেমার সেটে। তারপর এই জুটির প্রেম শুরু হয়। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর জন্ম হয় একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। কিরণের জন্য সেই সম্পর্কে ইতি টানেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান। তবে এই দাম্পত্য জীবনের ভাঙনের কারণ জানা যায়নি।