খুব শীঘ্রই পুরভোট।সেই কারণে জোর কদমে চলছে প্রস্তুতি। এরপর রবিবার কলকাতায় অমিত শাহ এর পা রাখার সঙ্গে সঙ্গেই সেই প্রস্তুতি আরও একধাপ এগিয়ে গেল।এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে এই পুরভোটে বিজেপির নয়া কর্মসূচী হল ‘আর নয় অন্যায়’।শহীদ মিনারের মঞ্চ থেকে গানের মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুধু তাই নয় ভোটের প্রস্তুতিতে নতুন রং আনতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফে ২ টি নতুন ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে। ২রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রচার কর্মসূচীর ঘোষণার কথা রয়েছে।অন্যদিকে আজ শহীদ মিনারের মঞ্চ থেকে বিজেপির নতুন ক্যাম্পেনের উদ্বোধন করলেন অমিত শাহ। ‘আর নয় অন্যায়’ কর্মসূচী নিয়ে ইতিমধ্যে গানও বেঁধে ফেলা হয়েছে। এদিন শহীদ মিনারের মঞ্চ থেকে মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না।”
আরও পড়ুন : সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট অভিযানের পরে ভারত এখন আমেরিকা, ইজরায়েলের সমতুল্য : অমিত শাহ
শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে নতুন কর্মসূচীর কথা জানিয়ে ছিলেন দিলীপ ঘোষ। বাংলায় CAA, NRC এর পক্ষে সমর্থন বাড়ানোর জন্যেও এই কর্মসূচীকে কাজে লাগানো হতে পারে। গান দিয়ে প্রচার এবার প্রথম নয় এর আগে গতবছর লোকসভা নির্বাচনের আগে বাবুল সু্প্রিয়র গাওয়া ‘এই তৃণমূল আর না’ গানটিও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। সেই গান থেকেই ‘আর নয় অন্যায়’ স্লোগানের কথা ভাবেন বিজেপি নেতারা।তবে একটি গানই নয়, দিলীপ ঘোষ জানিয়েছেন, আরও কয়েকটি গানও বাঁধা হয়েছে প্রচারের জন্য।