Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খুশির হাওয়া ক্রিকেট প্রেমীদের মনে, জাতীয় দলে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স

২০১৮ সালে সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার অবসর ভেঙে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। অবসরের পর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে…

Avatar

২০১৮ সালে সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার অবসর ভেঙে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। অবসরের পর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাচ্ছিল তাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল।

দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ডিভিলিয়ার্সকে চান। আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর আছে, সেখানেই ডিভিলিয়ার্সকে দলে চান বাউচার। তার আগে আইপিএলে ডিভিলিয়ার্স এর খেলা দেখতে চান বলে জানিয়েছেন বাউচার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া

গত বছর ডিভিলিয়ার্স তাঁর ফ্যানদের উদ্যেশ্যে বলেছিলেন যে, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবসর গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনা করবেন। ডি ভিলিয়ার্স বলেছিলেন, ‘আমি ফিরতে চাই। আমি এই বিষয়ে কোচ মার্ক বাউচার, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি গ্রেম স্মিথ এবং ক্যাপ্টেন ফাফ ডু প্লেসির (সেই সময় দলের অধিনায়ক ছিলেন) সাথে কথা বলেছি। আমরা সকলেই এটি চাই।

৩৬ বছর বয়সী ডিভিলিয়ার্স অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সাম্প্রতিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে দলের অংশ ছিলেন না। ডি ভিলিয়ার্স ছাড়াও ক্রিস মরিস ও ইমরান তাহিরকেও দলে ফেরানো হবে বলে জানিয়েছেন বাউচার।

About Author