Today Trending Newsদেশনিউজ

‘টাকা ছাপিয়ে গরীব মানুষদের হাতে দিন’, কেন্দ্র সরকারকে পরামর্শ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

Advertisement

করোনা পরবর্তী অর্থনীতিকে বাঁচাতে টাকা ছাপিয়ে তা গরীব মানুষের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, করোনা পরবর্তীতে দেশের অর্থনীতিকে বাঁচাতে সাধারণ গরীব মানুষের হাতে অনেক টাকা দিতে হবে। তার জন্য যদি টাকা ছাপানোর প্ৰয়োজন পড়ে তাতেও যেন পিছপা না হয় কেন্দ্রীয় সরকার।

করোনা ভাইরাসের হামলার পর থেকে দেশের অর্থনীতির হাল বেহাল। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ কলকারখানা, বন্ধ চাষবাসও। কাজ না থাকায় আয় কমেছে সাধারণ মানুষের। দেশে বেকারত্ব চরমে, আবার করোনা পরবর্তীতে চাকরি থেকে ছাঁটাই হতে পারেন কয়েক লক্ষ চাকরিজীবী। এই অবস্থায় কি করা উচিত সেই নিয়েই মতামত দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

বুধবার নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ বলেন, ‘সাধারণ উপায়ে অর্থনীতির এই ধ্বস মোকাবিলা করা যাবেনা। বাজারে যাতে চাহিদার ঘাটতি না দেখা দেয় এখন সরকারের প্রধান লক্ষ সেদিকেই হওয়া উচিত। আর সেজন্যই অতিরিক্ত টাকা ছাপিয়ে তা গরীবদের হাতে তুলে দেওয়া উচিত। এতে হয়তো মূল্যবৃদ্ধি ঘটবে, কিন্তু সেটা এখন ভাববার বিষয় নয়।’

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এস্টার ডুফেলোর মতে, ‘সরকারের হাতে জনধন অ্যাকাউন্টের তথ্য আছে। তা ব্যবহার করে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া উচিত সরকারের।’ অর্থনীতি ভেঙে পড়লে টাকা ছাপানোয় মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। কিন্তু এবিষয়ে অভিজিৎ বাবুর মতামত, অর্থনীতি যদি ভেঙেই পড়ে তবে মূল্যবৃদ্ধি নিয়ে ভেবে লাভ কি? এখন দেখার করোনা পরবর্তীতে সরকার অর্থনীতি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে।

Related Articles

Back to top button