Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একদা জেলে যাওয়া অভিজিৎ-ই আজ সারা ভারতবর্ষের গর্ব!

Updated :  Tuesday, October 15, 2019 10:41 AM

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তিতে আজ সারা ভারত উল্লসিত। আজকের এই বিশ্ব বন্দিত বাঙালি অবশ্য বরাবরই মুক্তচিন্তার প্রসারক। যে জন্য এক সময় তাঁকে গ্রেপ্তারও করে ভারত। ছাত্রাবস্থায় জেলে সময় কাটানো এই বাঙালি অবশ্য আজ সারা দেশের গর্ব। নোট বন্দির বিরোধিতা করায় কিছুদিন আগে যাঁকে দেশদ্রোহী প্রমাণ করতে কোমর বেঁধে নেমেছিল এক শ্রেণীর মানুষ।

ভারত সরকারের অপছন্দের এই নোবেলজয়ী বাঙালি ১৯৮৩ সালে জেলে গিয়েছিলেন। এক শ্রেণীর মানুষ যাকে ‘দেশদ্রোহীদের আখড়া’ আখ্যায়িত করে বোম মেরে উড়িয়ে দিতে চায়, সেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎকে তাঁর এক বন্ধু সহ জেলে পাঠানো হয়েছিল খুনের চেষ্টার অভিযোগে।

আসলে, ভর্তি প্রক্রিয়ার সরলীকরণের দবিতে বাম ছাত্র সংগঠনের আন্দোলনে সমর্থনে তাঁদের জেলে যেতে হয়েছিল বলে মনে করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। শুধু তাই নয়, আন্দোলন চলাকালীন তৎকালীন কেন্দ্রীয় সরকারের মদতে ক্যাম্পাসে পুলিশ ঢুকে লাঠিচার্জ শুরু করে এবং ছাত্রছাত্রীদের মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।