Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা? বিজেপি কে কটাক্ষ অভিষেকের

Updated :  Thursday, February 25, 2021 11:21 PM

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর এর জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) কে তুমুল আক্রমণ করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বৃহস্পতিবার ঠাকুরনগর হাই স্কুল এর ময়দান থেকে তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, নাগরিকত্ব প্রশ্নে বিজেপি মিথ্যাচার করছে। অভিষেকের এদিন বললেন, মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য বোর্ড তৈরি করে দিয়েছে। তাদেরকে সম্মান দিয়েছে, পাট্টা দিয়েছেন, সমস্ত উদ্বাস্তু কলোনির স্বীকৃতি দিয়েছেন। আর তারপর তিনি ভোট চাইতে আসছেন। অন্যদিকে বিজেপি বলছে প্রথমে ভোট দাও আর তারপরে নাগরিকত্ব পাবে।

পাশাপাশি তিনি সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “আপনাদের পরিচয় পত্র আছে। আপনারা ভোট দিয়েছেন। তাহলে আপনারা কি নাগরিক নন? আর আপনারা যদি অবৈধ হয় তাহলে নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ।” এছাড়াও তৃণমূলের জয় বাংলা স্লোগান কে বাংলাদেশি বলে বিজেপি কটাক্ষ করে ছিল বেশ কিছুদিন ধরে। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বললেন, “জয়বাংলা বাংলাদেশি, তাহলে সোনার বাংলা কি? সোনার বাংলা বাংলাদেশী নয়? তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেকটার ঢিলা?”

পাশাপাশি এদিন অভিষেক বললেন, “সিবিআইয়ের ভয় দেখিয়ে রোখা যাবে না আমাকে। বিজেপি নেতাদের জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ স্লোগান দিয়ে ছাড়বো আমি।” এছাড়া অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২০১৯ এর নির্বাচনের আগে বলেছিল ঘুসপেটিয়া নিকালেঙ্গে। বার করেছে। উল্টোদিকে অরুণাচল প্রদেশ এবং লাদাখে চিন ঢুকে বসে আছে। ক্ষমতা থাকলে অরুণাচল প্রদেশ থেকে ঘুসপেটিয়া নিকালো।