একুশে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করা নিয়ে শুরু হয়েছে দলবদল এর খেলা। দলবদল ইস্যু নিয়ে বারংবার তৃণমূল শীর্ষ নেতাদের সাথে দ্বন্দ্ব চরমে উঠেছে শুভেন্দুর। বিজেপিতে যোগদান করার পর বেশিরভাগ তৃণমূল নেতা শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেছেন। আবার এরইমধ্যে ডায়মন্ডহারবার সভা থেকেই বিরোধীদের জবাব দিল ও শুভেন্দুকে একহাত নিয়ে মন্তব্য করলেন দাপুটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ অর্থাৎ রবিবার দুপুরে ডায়মন্ড হারবারে জনসভা করছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকের জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বিজেপিতে গিয়ে শুভেন্দুর সোনার বাংলা গড়ার লক্ষ্যের কথার বিদ্রুপ করে তিনি বলেছেন, “বাংলার মান সম্মান, কৃষ্টি ও সংস্কৃতিকে যে মোদির কাছে বিক্রি করে দিচ্ছে সে নাকি সোনার বাংলা তৈরি করবে।” এছাড়াও তিনি বলেছেন, “শুভেন্দু বলছে বাংলাকে মোদির হাতে তুলে দিতে হবে। বাংলা বা বঙ্গবাসী কোন বস্তু নাকি যে মোদির হাতে তুলে দিতে হবে?” সেইসাথে শুভেন্দুর উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবারটা মোদীর হাতে তুলে দেখাক।”
এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে “উপসর্গহীন বেইমান” বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “শুভেন্দু কিছুদিন আগে বলছিল ২১ বছরের তৃণমূলে থাকার জন্য তিনি নাকি লজ্জিত। এদিকে ২১ বছর ধরে তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূল মন্ত্রী বিধায়ক হয়ে সব সুবিধা নিয়েছেন তিনি। তখন লজ্জা কোথায় গিয়েছিল?” এর সাথে তিনি বলেছেন, “এখনো তো বাবা ভাইদের সাথে একই বাড়িতে থাকেন। ওরা তো তৃণমূল করে। বাড়িতে থাকতে তাহলে লজ্জা করছে না?”