নিউজপলিটিক্সরাজ্য

“দিলীপ ঘোষ গুণ্ডা, শাহ বহিরাগত, নাম নিয়ে বলছি, মামলা করে দেখান”, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Advertisement

ডায়মন্ড হারবার থেকে দুইবার জিতে সাংসদ হয়েছেন তিনি। সেই মাটিতেই দাড়য়ে একুশের বিধানসভা নির্বাচন জয় করার বার্তা দিলেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী শিবিরের দিকে একের পর বাক্যবাণ ছুঁড়তে দেখা গেল তাকে। দেখে বোঝা গেল যে ‘ভাইপো’ ডাকে অনেকটাই রুষ্ট হয়েছেন তিনি। রবিবার সাতগাছিয়া জনসভায় তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রী, দিলীপ ঘোষ, অমিত শাহ কাউকেই ছাড়েননি এইদিন তৃণমূলের এই নেতা। আক্রমণের তীর ছিল সবার দিকেই।

এইদিন সাংসদ বলেন,” ডায়মন্ড হারবার থেকেই জিতেছি আমি। তাই আগামীর লড়াই টা আপনাদের আশীর্বাদের সাথে শুরু করতে চাই। এইখানেই তবে শুরু হক একুশের লড়াই। ২০১৯ সালে বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল নরেন্দ্র মোদীকে সামনে রেখে। একটাও তারা পূরণ করতে পারেনি। এখানে এসে মোদী বলেছিলেন, ‘ভাইপো’ নিয়ে। সবাই নাম নিতে ভয় পায়। কেউ নাম নিয়ে বলতে পারেনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কেউ কথা বলতে পারেন না। নাম নিয় কথা বলার বুকের পাটা নেই কারুর, প্রধানমন্ত্রীর ও নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে সালে ডায়মন্ড হারবার এলাকায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে এসে তিনি আক্রমণ করেছিলেন এলাকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাম নেননি তিনি। কটাক্ষ করেছিলেন নাম না নিয়েই। সেই বিষয়কে টেনে এই দিন বাক্যবাণ ছোঁড়েন অভিষেক। তিনি বলেন,” বুকে ক্ষমতা থাকলে নাম নিয়ে কথা বলুন। বাংলার ছেলে আমি। টানতে টানতে হাইকোর্টে নিয়ে আসবো। নিয়ে আসতে না পারলে এক বাপের ব্যাটা নই। এই কথাই মনে করিয়ে দিলাম।”

এইদিন তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আগের ছায়াসঙ্গী মুকুল রায়কেও। এইদিন অভিষেক বলেন,”মুকুল রায় বলেছিলেন বিশ্ব বাংলার মাথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। হাইকোর্টে পরাজিত হয়েছেন তিনি। আমি কিন্তু সকলের নাম ধরেই বলছি। দিলীপ ঘোষ মাফিয়া গুণ্ডা, বিজয়বর্গীয় বহিরাগত। শাহ বহিরাগত, ক্ষমতা থাকলে মামলা করে দেখান আমার বিরুদ্ধে।”

Related Articles

Back to top button