Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশের অর্থনীতি নিয়ে ব্যাংকগুলিকে কি বার্তা দিল নোবেলজয়ী অভিজিৎ!

Updated :  Thursday, October 17, 2019 10:18 AM

অমর্ত্য সেনের পর অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার ঘরের ছেলে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।কিন্তু এই সুখবরের মাঝেই দেশের অর্থনীতির উপর নেমে এসেছে করাল গ্রাস। বর্তমানে দেশের অর্থনীতির বেহাল অবস্থা। গত কয়েক বছরে দেশের আর্থিক আয়ের পরিমাণ খুবই কম। দেশের অর্থনীতি যখন ধুঁকছে এই অবস্থায় ভারতের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেল জয়ী।

বুধবার দেশের ব্যাঙ্কিং সেক্টর নিয়ে সতর্ক করলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। তিনি বলেন ব্যাঙ্কিং সেক্টর গভীর সংকটে পড়েছে। যত সংকট বাড়বে তত সমস্যার কথা জানা যাবে। এবং অবিলম্বে তা ঠেকানোর জন্য ব্যবস্থা না নিলে আগামী দিনে অবস্থা আরও সংকীর্ণ হয়ে দাঁড়াবে।কিছুদিন আগেই মুম্বইয়ের পাঞ্জাব মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাঙ্কে বিরাট কেলেঙ্কারির কথা জানা গিয়েছে। এছাড়া সম্প্রতি একটি তথ্যে জানা যায়, ভারতের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭৬ হাজার ৬৬০ কোটি টাকার ঋণ মুকুব করেছে।

গত তিন বছরে ব্যাংক গুলি মোট ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার ঋণ মুকুব করে। এই প্রসঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় বলেন, বহু বছর ধরে ব্যাংক গুলি নানা সমস্যায় পড়েছে তার ফলেই ব্যাংক গুলি এখন গভীর সংকটের মুখে। তার কথায় ব্যাংক গুলিতে একপ্রকার অবিশ্বাসের বাতাবরন তৈরী হয়েছে কিন্তু এ ব্যাপারে আমানতকারীদের কোনো দোষ দেওয়া যায় না। তিনি বলেন ব্যাংক গুলির হাল ফেরাতে অর্থের প্রয়োজন কিন্তু সরকারের হাতে বর্তমানে অতো টাকা নেই। এই অবস্থায় তিনি কতগুলি রুগ্ন ব্যাঙ্ককে বিক্রি করে সেই অর্থে অন্যান্য ব্যাংকগুলিকে বাঁচানো উচিত বলে মনে করেছেন।

রিজার্ভ ব্যাঙ্ক প্রসঙ্গে তিনি বসলেন যে, তাদের উচিত ছিল আগে থেকে ব্যাংক গুলি কে সতর্ক করা। তারা তা না করায় আচমকা জানা যায় ব্যাংকগুলি সংকটে পড়েছে ।তিনি বলেন এই সুযোগে রিজার্ভ ব্যাঙ্কের উচিত রুগ্ন ব্যাংক গুলির বেসরকারিকরন করা।