BIG BREAKING : অনেক বড় ঘটনা ঘটেছে, সেই খবর ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার এক সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আইএসআইএসের বিরুদ্ধে এক বিশেষ অভিযানের পরিকল্পনা করছেন। যার প্রধান লক্ষ্য আইএসআইএসের প্রধান আবু বকর আল বাগদাদী।
২০১১ সালে আমেরিকা স্পেশান ফোর্সের মাধ্যমে অভিযান চালিয়েছিল ওসামাবিন লাদেনকে হত্যা করার জন্য। সেই অভিযানে ওসামা বিন লাদেন মৃত্যুবরন করলে ২০১১ সালে আল বাগদাদী আইএসআইএসের প্রধান হন।
এই জঙ্গি সংগঠন ২০১৯ সালে এর শ্রীলঙ্কা, ফিলিপাইনস, আফগানিস্তানের বোমা বিস্ফারন ঘটিয়েছিল।
গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন,‘ খুব বড় কিছু ঘটেছিল’। তারপর থেকেই সকলে আশঙ্কা করছিল কিছু একটা হতে চলেছে। সকাল থেকেই একটা কথা সকলের কানে কানে শোনা যাচ্ছিল আবু বকর আল বাগদাদী যিনি এখন আইএস জঙ্গি সংগঠনের প্রধান তাকে নাকি খতম করা হয়েছে।
একথা শোনা গেলেও শোনা কথায় কেই বা গুরুত্ব দেয়। কিন্তু এই ঘটনা যে অক্ষরে অক্ষরে সত্যি এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,‘আবু বকর আল বাগদাদী কে খতম করা হয়েছে। গতকাল রাতে মার্কিন সেনা বিশ্বের বর্তমান একনম্বর জঙ্গিকে খতম করেছে’।
BREAKING: Pres. Trump: “Last night the United States brought the world’s #1 terrorist leader to justice. Abu Bakr al-Baghdadi is dead.” https://t.co/ehdxGOZjCg pic.twitter.com/QnGgyx0LhD
— ABC News Politics (@ABCPolitics) October 27, 2019