কৌশিক পোল্ল্যে: কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত চক্রবর্তীর জীবনাবসান ঘটে, বয়স হয়েছিল ৯৫ বছর। গতকাল সন্ধ্যে নাগাদ মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন মিঠুনের পরিবারসহ ঘনিষ্ঠজনেরা।
লকডাউনের মাঝেই বাবাকে হারালেন অভিনেতা, যদিও তিনি সে সময় মুম্বাইয়ে উপস্থিত ছিলেন না, শ্যুটিং এর কাজে গিয়ে লকডাউনে ব্যাঙ্গালোরে গিয়ে সেখানেই আটকে ছিলেন মিঠুন। পিতার মৃত্যুসংবাদে শোকে ভেঙে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর গতকাল রাতেই পিতার শেষকৃত্যের নিমিত্তে তিনি গাড়িতে করে মুম্বাইয়ে রওনা হয়ে যান। এদিকে তার বড় ছেলে মহাক্ষয় তখন মুম্বাইতে ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্থানীয় প্রশাসনের সঙ্গে উপযুক্ত পরামর্শ করেই পিতার শেষকৃত্যে অংশ নেন মিঠুন। বসন্তবাবুর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত সহ আরও অনেকে। পিতার চার সন্তানের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং তার আরও তিনটি বোন রয়েছে। বাবার প্রয়ানে অপূরনীয় ক্ষতির সম্মুখীন হলেন অভিনেতা।